T20 বিশ্বকাপে মহাযুদ্ধ শুরু হওয়ার আগে আর মাত্র একটি দিনের অপেক্ষা। রবিবার মুখোমুখি হবে ভারত এবং পাকিস্তান। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মহারণের জন্য সেজে উঠেছে দুবাই।
উপমহাদেশের এই দুই চিরশত্রু এখন কেবলমাত্র আইসিসি টুর্নামেন্টেই একে অন্যের বিরুদ্ধে খেলে। রাজনৈতিক উত্তেজনার কারণে অন্য কোনো টুর্নামেন্টে দেখা হয় না দুই দেশের।
পাকিস্তানের প্রাক্তন তারকা মুদাসসার নজর জানিয়েছেন, ভারত অত্যন্ত সুবিধাজনক জায়গায় রয়েছে। ভারতীয় ক্রিকেটাররা আগে থেকেই আমিরশাহিতে রয়েছেন, আইপিএল খেলেছেন তাঁরা।
Sourav's reacts: বিস্মিত সৌরভ জানালেন তাঁর অনুভূতির কথা, কতটা অবাক হয়েছিলেন বিরাটের এই সিদ্ধান্তে
বিশ্বকাপের পাকিস্তানের বিরুদ্ধে দারুণ রেকর্ড ভারতের। একদিনের ক্রিকেটের বিশ্বকাপে বার বার পাকিস্তানকে হারিয়েছে টিম ইন্ডিয়া। পাকিস্তানের বলার মতো সাফল্য একবারই। ২০১৭ সালে টি২০ বিশ্বকাপের ফাইনালে ভারতকে হারিয়ে জয় ছিনিয়ে নেয় তারা।