রাত পোহালেই বেজে যাবে মহাযুদ্ধের দামাম। তার আগে ভারত-পাকিস্তান দ্বৈরথ নিয়ে মুখ খুললেন বিসিসিআই সভাপতি তথা প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।
মহারাজের মতে, দুবাইতে ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজন করা অনেকটাই সহজ। কারণ ভারতে এই ম্যাচ ঘিরে টিকিটের যে বিপুল চাহিদা থাকে, তা সামাল দেওয়া যায় না।
সৌরভের কথায়, তিনি কখনও এই ম্যাচ নিয়ে আলাদা করে খুব চাপ অনুভব করেননি। তাঁর মতে, এর আগে ভারত বিশ্বকাপ অভিযান শুরু করেছে পাকিস্তানের বিরুদ্ধে খেলে। তাই খুব অসুবিধা হওয়ার কথা নয়।