অ্যানফিল্ডে প্রত্যাবর্তন স্টিফেন জেরার্ডের। তবে এবার আর চিরপরিচিত লাল জার্সিতে নয়। লিভারপুলের (Liverpool) কিংবদন্তি ফিরলেন প্রতিপক্ষ দলের কোচ হিসাবে। তবে নিজের ঘরের মাঠে হারতে হল কোচ জেরার্ডকে। তাঁর দল অ্যাস্টন ভিলাকে ১-০ গোলে হারিয়ে দিল লিভারপুল।
শনিবারের ম্যাচটি ছিল জেরার্ড এবং লিভারপুল ক্লাবের জন্য 'ঐতিহাসিক'। লিভারপুলে ফুটবলার হিসেবে ১৭ বছর কাটিয়ে ২০১৫ সালে ক্লাব ছাড়ার পর এই ম্যাচ দিয়ে প্রথমবার কোচ হিসেবে অ্যানফিল্ডে পা রেখেছিলেন স্টিভেন জেরার্ড। প্রতিপক্ষ কোচ হিসেবে তাকে অবশ্য ব্যর্থতাকে সঙ্গী করেই মাঠ ছাড়তে হল। আক্রমণে একচেটিয়া আধিপত্য ছিল লিভারপুলের। বিরতির আগে ভালো সুযোগ পান সালাহ। কাছ থেকে তার নেওয়া শট দারুণ দক্ষতায় রক্ষা করেন ভিলার আর্জেন্তাইন গোলরক্ষক মার্তিনেস।
EPL: ইপিএলের শীর্ষে ম্যান সিটি, গোলের সেঞ্চুরি রহিম স্টার্লিংয়ের
অসংখ্য সুযোগ নষ্ট করার পর দ্বিতীয়ার্ধের ৬৭ মিনিটে গোল পায় লিভারপুল। পেনাল্টি থেকে গোল করেন মহম্মদ সালাহ (Mo Salah)। লিভারপুল কোচ যুরগেন ক্লপ প্রশংসায় ভরিয়ে দিয়েছেন জেরার্ডকে। তাঁর মতে, জেরার্ডই লিভারপুলের ভবিষ্যৎ কোচ।