T20 বিশ্বকাপে (T20 World Cup 2021) রবিবার বাংলাদেশকে (Bangladesh) পাঁচ উইকেটে হারাল শ্রীলঙ্কা (SriLanka)। ৮০ রান করে অপরাজিত ছিলেন শ্রীলঙ্কার ব্যাটসম্যান চারিথ আসালাঙ্কা। প্রথমে ব্যাট করে চার উইকেট হারিয়ে ১৭৪ রান তোলে বাংলাদেশ। রান তাড়া করে সাত বল বাকি থাকতেই জিতে যায় শ্রীলঙ্কা।
বাংলাদেশের হয়ে রবিবার ভালো শুরু করেন ওপেনার মহম্মদ নইম। ৬২ রান করেন তিনি। এরপর মুসফিকর রহিম ৩৭ বলে ৫৭ রান করে স্কোরবোর্ডে বড় রান তোলেন।
জবাবে ব্যাট করতে নেমে চার উইকেট হারায় শ্রীলঙ্কা। কিন্তু চারিথ আসালাঙ্কা ও ভানুকা রাজাপক্ষের জুটিতে ম্যাচ বের করে নিল শ্রীলঙ্কা। ৫৩ রান করে অপরাজিত ছিলেন ভানুকা।