মুম্বই ইন্ডিয়ান্সকে (Mumbai Indians) হারাতে পারল না হায়দ্রাবাদ। কিন্তু তাদের ছিটকে দিল IPL 2021 থেকে। এবারের মতো আইপিএল অভিযানে ইতি পড়ল রোহিত শর্মার দলের।
মুম্বইকে হারাতে হলে হায়দ্রাবাদকে তুলতে হত ২৩৬ রান। কিন্তু মাত্র ৬৬ রান তুললেই এ বারের মতো মুম্বই ইন্ডিয়ান্সের যাত্রাভঙ্গ করতে পারত হায়দ্রাবাদ। খুব সহজেই তারা তা তুলেও নিল। ষষ্ঠ ওভারের পঞ্চম বলেই ট্রেন্ট বোল্টকে ফাইন লেগে ঠেলে দিয়ে রান নিতে দৌড়লেন মণীশ পান্ডে। সেই সঙ্গে এ বারের মতো মুম্বই ইন্ডিয়ান্সের যাত্রা শেষ হয়ে গেল। মুম্বই ইন্ডিয়ান্সের ২৩৫-এর জবাবে হায়দরাবাদ তুলল ১৯৩।
প্লে-অফে উঠতে গেলে মুম্বইয়ের সামনে একটাই রাস্তা খোলা ছিল। প্রথমে ব্যাট করে অন্তত ১৭১ রানে জিততে হবে। জিতলেও এই টার্গেটের ধারেকাছে পৌঁছলেন না তাঁরা। ফলে অপেক্ষা পরের মরশুমের।