আত্মঘাতী গোলের পরেও প্রত্যাবর্তন স্পেনের। ম্যাচের ২০ মিনিটে দলের সতীর্থ ফুটবলার পেদ্রির নিরীহ ব্যাকপাস পা দিয়ে ধরতে গিয়ে ফস্কে গোল হজম করেন উনাই সিমোন। উদ্বেগের ১৮ মিনিট কাটানোর পর ম্যাচের ৩৮ মিনিটের মাথায় স্পেনকে সমতায় ফেরান পাবলো সারাবিয়া। প্রথমার্ধ শেষ হয় ১-১ গোলে। ম্যাচের ৫৭ মিনিটে সিজ়ার এসপেলেকুয়েতা স্পেনকে ২-১ এগিয়ে দেন। ৭৭ মিনিটে ফেরান তোরেস ৩-১ এগিয়ে দেন স্পেনকে।৮৫ মিনিটে গোল করে ব্যবধান কমান ক্রোয়েশিয়ার মিস্লাভ ওরসিচ। এরপর সংযুক্ত সময়ে ৩-৩ করেন পাসালিচ। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।অতিরিক্ত সময়ের প্রথমার্ধে ৩ মিনিটের ব্যবধানে স্পেনের হয়ে পরপর দুটি গোল করেন মোরাতা ও ওয়ারসাবাল। আর ঘুরে দাঁড়াতে পারেনি ক্রোটরা।