টি২০ বিশ্বকাপে ভারতীয় দলের ব্যর্থতা নিয়ে সরব হলেন BCCI সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। তাঁর মতে, গত ৫ বছরে এটাই জাতীয় ক্রিকেট দলের সবচেয়ে খারাপ ফলাফল।
একটি অনুষ্ঠানে সৌরভ বলেন, “আমরা ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ২০১৯ বিশ্বকাপে ভালো খেলেছি। ২০১৭ সালে আমরা ফাইনালে পাকিস্তানের কাছে হেরেছিলম। আমাদের পারফরম্যান্স বিশ্বকাপও খুব ভাল ছিল। আমরা প্রতিটি দলকে হারিয়েছি, কিন্তু সেমি ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরেছি। একটি খারাপ দিনের কারণে আমরা বিশ্বকাপ পাইনি। তবে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে আমাদের পারফরম্যান্স ছিল সবচেয়ে খারাপ, গত চার-পাঁচ বছরে এত খারাপ আমরা খেলিনি।”
India Vs NZ: আজাজ প্যাটেলের ইতিহাস সৃষ্টির দিনেই জয়ের দোরগোড়ায় ভারত