আজ কিংবদন্তী অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের(Soumitra Chatterjee) প্রথম মৃত্যুবার্ষিকী। প্রয়াত অভিনেতার স্মৃতির উদ্দেশে শ্রদ্ধা নিবেদন করছেন তাঁর অনুজ সহকর্মীরা, অনুরাগীরা। এরই মধ্যে বিশেষ দিনেই সামনে এল অভিনেতার নতুন ছবির পোস্টার। ছবির নাম ৭২ ঘণ্টা।
অতনু ঘোষ(Atanu Ghosh) পরিচালিত ছবিটি আগামী ২৫ নভেম্বর মুক্তি পাবে বাংলাদেশের ওয়েব প্ল্যাটফর্ম চরকিতে। এর আগে ময়ূরাক্ষী ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন অতনু এবং প্রয়াত অভিনেতা।
একজন স্ট্যান্ডআপ কমেডিয়ানের আত্মহত্যার পর ৭২ ঘণ্টার ব্যবধানে ঘটে যাওয়া ছয়টি ঘটনাকে একসঙ্গে বাঁধা হয়েছে এই একটি ছবিতে। ছবির ফ্রেমে সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা যাবে আবির চট্টোপাধ্যায়কে। ঋত্বিক চক্রবর্তী, ইন্দ্রানী হালদার, অনন্যা চ্যাটার্জি, সুদীপ্তা, পরাণ বন্দ্যোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়রা রয়েছেন ছবির নানা চরিত্রে।।