মঙ্গলবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে(Bratya Basu) ডেপুটেশন দিতে যান প্রায় ৬০ জন এসএলএসটি(SLST) চাকরিপ্রার্থী। কিন্তু ডেপুটেশন দেওয়া তো দূর, মন্ত্রীর বাড়ির বহু আগেই তাঁদের পথ আটকে দেন পুলিশকর্মীরা। তারপর সেখান থেকেই তাঁদের লেকটাউন থানায়(Laketown Police Station) নিয়ে যাওয়া হয়।
এসএলএসটি(SLST) কর্মশিক্ষা(Work Education) এবং শরীরশিক্ষার(Physical Education) ওই চাকরিপ্রার্থীদের দাবি, ২০১৯ সালে কলকাতা প্রেস ক্লাবের(Calcutta Press Club) সামনে তাঁদের অনশন মঞ্চে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, তাঁদের কথা ভেবে দেখা হবে। দরকারে আইন পরিবর্তন করে হলেও তাঁদের চাকরি দেওয়া হবে। কিন্তু সে কথা কথাই রয়ে গিয়েছে, দু’বছর কেটে গেলেও এখনও অবধি তাঁরা কোনও নিশ্চয়তা পাননি। এর মাঝে তাঁরা তিনবার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন। কিন্তু, তাতেও সমস্যার সুরাহা হয়নি।
WBSSC Teacher Recruitment: আগামী ২ মাসে ১৫ হাজার শিক্ষক নিয়োগ করা হবে, জানাল রাজ্য
একপ্রকার বাধ্য হয়েই মঙ্গলবার শিক্ষামন্ত্রীকে ডেপুটেশন দিতে যান ওই চাকরিপ্রার্থীরা। এর আগে, সোমবারেও সিঙ্গুরে (Singur) তাঁরা বিক্ষোভ দেখালে তাঁদের আটক করে পুলিশ (Police)।