কোথাও জল হাঁটু সমান, কোথাও বা তা আরও ওপরে। এই অবস্থা আর কোথাও নয়, খোদ শহর কলকাতায় (Kolkata)। নিউটাউনের শাপূর্জি আবাসনে (Shapoorji) এখনও পর্যন্ত হাঁটু সমান জল।
বৃহস্পতিবার থেকে বৃষ্টি কমলেও জমা জলের কারণে ভোগান্তি বেড়েছে আবাসিকদের। সে বাজার করাই বা অন্য যেকোনো কাজ, আবাসন থেকে হাঁটু সমান জল ঠেঙিয়ে বাইরে বেরোতে হচ্ছে আবাসিকদের। পাশাপাশি এই জলযন্ত্রণার কোপে পড়ে বহুতলগুলির লিফট বন্ধ। ফলে সিঁড়ি দিয়ে ওঠানামা করতে হচ্ছে আবালবৃদ্ধবণিতাকে।
আবার অনেকেই আবাসন থেকে বাইরে বেরোতে পারছেন না এই জলের কারণে। কতদিনে এই জলযন্ত্রণা থেকে মুক্তি পাবেন ঐ আবাসিকরা, তা এখন লাখ টাকার প্রশ্ন।