আইএসএলে (ISL) ৫টি ম্যাচ খেলা হয়ে গিয়েছে শতাব্দীপ্রাচীন এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal) দলের৷ কিন্তু এখনও জয়ের মুখ দেখেনি লাল হলুদ ব্রিগেড। হারতে হয়েছে কলকাতা ডার্বি সহ তিনটি ম্যাচে। ড্র করেছে দু'টি ম্যাচ।
৫ ম্যাচে মাত্র ২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে তলানিতে ইস্টবেঙ্গল। এই অবস্থায় রবিবাসরীয় সন্ধ্যায় গোয়ায় কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে খেলতে নামবেন মানোলো ডিয়াজের ছেলেরা। যাঁর কোচিং পদ্ধতি এবং টিম সিলেকশন নিয়ে ইতিমধ্যেই সমালোচনার ঝড় উঠেছে।
ATK Mohun Bagan: জয়ের লক্ষ্য অধরা, চেন্নাইয়িনের বিরুদ্ধেও ড্র করল এটিকে মোহনবাগান
কেবল মাঠে নয়, মাঠের বাইরেও সংকটে লাল হলুদ। ক্লাবের পক্ষ থেকে ইনভেস্টর শ্রী সিমেন্টের কাছে দু'টি চিঠি পাঠানো হয়েছে। ইস্টবেঙ্গল কর্মসমিতির দাবি, অবিলম্বে স্বদেশী এবং বিদেশী স্কোয়াডে রদবদল করা হোক।
শেষ চারের আশা জিইয়ে রাখতে আজ জিততেই হবে ইস্টবেঙ্গলকে। তাই প্রথম থেকেই আক্রমণের পথে যেতে পারেন কোচ। চোট সমস্যায় এদিনও অনিশ্চিত ড্যারেন সিডল এবং মহম্মদ রফিক।