সাত সাতটি ম্যাচ হয়ে গিয়েছে। এখনও চলতি আইএসএলে (ISL) জয়ের মুখ দেখেনি এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal)। চূড়ান্ত চাপে রয়েছেন কোচ মানোলো ডিয়াজ। এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) থেকে আন্তোনিও লোপেজ হাবাসের বিদায়ের পর এবার এসসি ইস্টবেঙ্গলেও উঠেছে কোচ বদলের হাওয়া। ফলে চলতি আইএসএলের প্রথম জয় পেতে মরিয়া লাল হলুদ কোচ।
তবে কাজটা অত্যন্ত কঠিন। হায়দরাবাদ এফসির (Hyderabad FC) বিরুদ্ধে বৃহস্পতিবারের ম্যাচে নেই লাল হলুদের সেরা বিদেশি পেরিসেভিচ। আগের ম্যাচে লাল কার্ড দেখেছেন তিনি। সেই সঙ্গে হায়দরাবাদের দুরন্ত আক্রমণভাগের সামনে কলকাতার দলের নড়বড়ে রক্ষণ। মাঝমাঠের অবস্থাও তথৈবচ।
লিগ টেবিলের একদম শেষে রয়েছে শতাব্দীপ্রাচীন ক্লাব। গত বছর অষ্টম ম্যাচে প্রথম জয় পেয়েছিল ইস্টবেঙ্গল। এই বছরও কি তেমন হবে? অপেক্ষায় কোটি কোটি ইস্টবেঙ্গল সমর্থক।