পর পর দু'ম্যাচে হারের পর ড্র করল এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal)। শুক্রবার গোয়ায় (ISL 2021) শক্তিশালী চেন্নাইয়ান এফসির বিরুদ্ধে খেলা শেষ হল গোলশূন্য ভাবে।
প্রথমার্ধে দারুণ লড়াই করে লাল হলুদ। একাধিক গোলের সুযোগ পায় চেন্নাইয়ানও (CFC)। যদিও কোনও দলই গোল করতে পারেনি। নজর কাড়লেন ইস্টবেঙ্গলের গোলরক্ষক শুভম সেন।
ISL: ডার্বিজয়ের পরেই ৫ গোলে লজ্জার হার এটিকে মোহনবাগানের
দ্বিতীয়ার্ধে চাপ বেশি ছিল চেন্নাইয়ানের। কিন্তু আদিল খান নামার পর ভালো খেলতে থাকে লাল হলুদ রক্ষণ। সহজ গোলের সুযোগ নষ্ট করেন রাজু গায়কোয়াড় এবং ড্যানিয়েল চিমা। নাহলে জিততেও পারত ইস্টবেঙ্গল।
৩-০ গোলে ডার্বিতে (Kolkta Derby) হার। পরের ম্যাচেই ওড়িশার কাছে ৬-৪ গোলে হারের পর এই ড্র আত্মবিশ্বাস বাড়াবে ইস্টবেঙ্গলের।