ভারতের (Team India) বিরুদ্ধে জয় পাওয়া নিয়ে আত্মবিশ্বাসী দক্ষিণ আফ্রিকার (South Africa) অধিনায়ক ডিন এলগার ( Dean Elgar)। তবে তাঁর মতে, পথের কাঁটা হতে পারেন যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)।
প্রথম টেস্ট ২৬ ডিসেম্বর থেকে সেঞ্চুরিয়নে। এলগার জানিয়েছেন, মেঘলা আবহাওয়ায় পিচ থেকে শুরুতে সাহায্য পাবেন পেসাররা। ব্যাটাররাও তাঁদের শটের মর্যাদা পাবেন। উপভোগ্য লড়াই দেখতে পাবেন দর্শকরা।
ভারতীয় পেস বিভাগকে অবশ্যই সমীহ করছেন ডিন। সবচেয়ে বেশি উদ্বেগ বাড়িয়েছেন যশপ্রীত বুমরা। এলগারের কথায়, ‘‘ভারতীয় পেস বিভাগে বুমরাই একমাত্র আমাদের আতঙ্কের কারণ হতে পারে। পথের কাঁটা হয়ে দাঁড়ানোর ক্ষমতা আছে ওর। তবে কোনও একজনের জন্য বিশেষ পরিকল্পনা তৈরি করা হচ্ছে না। দল হিসেবে ভারতীয় বোলিং বিভাগের বিরুদ্ধে তৈরি হতে চাই।’’
প্রোটিয়া অধিনায়ক যোগ করেন, ‘‘শেষ কয়েকটি সফরে ভারতের পেস বিভাগ দারুণ বল করেছে। তবে আমরাও নিজেদের শক্তি নিয়ে ভাবছি। বিপক্ষের দুর্বলতা অথবা শক্তি নিয়ে চিন্তা করতে চাই না।’