লিওনেল মেসিকে (Messi) টেক্কা দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Ronaldo)। আর্জেন্টাইন তারকাকে পিছনে ফেলে বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলার হলেন পর্তুগিজ তারকা।
গত দেড় দশক ধরে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলার হওয়ার লড়াই চলছে মেসি ও রোনাল্ডোর মধ্যে। গত মরশুমে এগিয়ে ছিলেন মেসি। কিন্তু জুভেন্টাস ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে (Man U) যোগ দিয়ে তাঁকে ছাপিয়ে গেলেন রোনাল্ডো।
Cristiano Ronaldo:রোনাল্ডোর ৭ নম্বর জার্সি সুপার-ডুপার হিট, হাফবেলায় ৪ লক্ষ জার্সি বিক্রি
এ বার ৯১.৫ মিলিয়ন পাউন্ড পারিশ্রমিক পেয়েছেন রোনাল্ডো। অন্যদিকে, বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দিয়ে মেসি পেয়েছেন ৮০.৫ মিলিয়ন পাউন্ড। তৃতীয় স্থানে আছেন নেইমার। চতুর্থ স্থানে এমবাপে।