দক্ষিণ আফ্রিকা সফরে (South Africa Tour) টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন রোহিত শর্মা (Rohit Sharma)। হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে অনিশ্চিত তিনি। রোহিতের পরিবর্তে টিমে আসতে পারেন প্রিয়াঙ্ক পাঞ্চাল (Priyank Panchal)।
আগামী বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকা রওনা হতে পারে টিম ইন্ডিয়া। তার ঠিক দুদিন আগে অনুশীলন করতে গিয়ে চোট পেলেন রোহিত। চলতি বছরে টেস্টে ৯০০ রান করেছেন তিনি। রোহিতের না থাকা টিমে বেশ প্রভাব ফেলবে। রোহিতের পরিবর্তে টিমে ডাক পেয়েছেন প্রিয়াঙ্ক পঞ্চাল। সদ্য ইন্ডিয়া-এ (India A) টিমকে দক্ষিণ আফ্রিকায় নেতৃত্ব দিয়েছেন তিনি। তাঁর অভিজ্ঞতা কাজে লাগাতে পারেন অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli)।
আরও পড়ুন: 'সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন বিরাট', পূর্বসূরীর প্রশংসায় পঞ্চমুখ রোহিত
সম্প্রতি দক্ষিণ আফ্রিকা সফরে T20 ও ওয়ানডে ক্রিকেটে অধিনায়ক ঘোষণা করা হয়েছে রোহিত শর্মাকে। টেস্ট ক্রিকেটে অধিনায়ক থাকবেন বিরাট কোহলি। ২৬ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নামবে টিম ইন্ডিয়া।