T20-এর পর এবার একদিনের ক্রিকেটেও অধিনায়ক হলেন রোহিত শর্মা(Rohit Sharma)। বিরাট কোহলির(Virat Kohli) যোগ্য উত্তরসূরী হিসেবে একদিনের সিরিজে অধিনায়ক করা হয়েছে রোহিত শর্মাকে(Rohit Sharma)। তিনি ২৬ ডিসেম্বর থেকে শুরু হওয়া আসন্ন দক্ষিণ আফ্রিকা(South Africa) সফর থেকে অধিনায়কত্বের দায়িত্ব সামলাবেন। বুধবার BCCI টুইট করে একথা জানায়। দক্ষিণ আফ্রিকা(South Africa) সফরে ভারত প্রথমে ৩ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে, যার নেতৃত্বে দেবেন বিরাট এবং তারপর ১৯ জানুয়ারি থেকে শুরু হবে ৩ ম্যাচের ODI সিরিজ।
দক্ষিণ আফ্রিকায়(South Africa) আসন্ন টেস্ট সিরিজের জন্য ১৮ সদস্যের একটি দলও ঘোষণা করেছে BCCI। চেতেশ্বর পুজারা(Cheteswar Pujara), হনুমা বিহারী(Hanuma Bihari) এবং অজিঙ্কা রাহানেদের(Ajinkiya Rahane) দলে অন্তর্ভুক্তি নিয়ে সংশয় থাকলেও ইশান্ত শর্মা এবং মহম্মদ শামির পাশাপাশি তাঁদের নামও রাখা হয়েছে। নিউজিল্যান্ড(New Zealand) সিরিজে অনুপস্থিত ঋষভ পন্তও(Rishabh Pant) দলে ফিরছেন।
আরও পড়ুন- Ashes: অ্যাসেজের প্রথম দিনে ১৪৭ রানে শেষ ইংল্যান্ড, দাপট অজিদের
আসন্ন দক্ষিণ আফ্রিকা(South Africa) সফরের জন্য ভারতীয়(India) টেস্ট স্কোয়াড:
বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ অধিনায়ক), কেএল রাহুল, মায়াঙ্ক আগরওয়াল, চেতেশ্বর পুজারা, অজিঙ্কা রাহানে, শ্রেয়াস আইয়ার, হনুমা বিহারী, ঋষভ পন্ত(উইকেট রক্ষক), ঋদ্ধিমান সাহা(উইকেট রক্ষক), আর অশ্বিন, জয়ন্ত যাদব, ইশান্ত শর্মা, মোঃ শামি, উমেশ যাদব, জাসপ্রীত বুমরাহ, শার্দুল ঠাকুর এবং মোঃ সিরাজ।