বিরাট কোহলিকে (Virat Kohli) নিয়ে এবার মুখ খুললেন নতুন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। BCCI-এর একটি সাক্ষাৎকারে রোহিত জানান, "বিরাটের নেতৃত্বে টিম ইন্ডিয়া আলাদা উচ্চতায় উঠেছে। সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন বিরাট।"
বোর্ডের (BCCI) সাক্ষাৎকারে রোহিত বলেন, "এমন এক উচ্চতায় টিমকে নিয়ে গেছে বিরাট, যেখান থেকে আর পিছনে তাকানোর কিছু নেই। মাঠে সব সময় সামনে থেকে নেতৃত্ব দিয়েছে বিরাট। প্রত্যেক ম্যাচে জয়ের খিদে নিয়ে নেমেছে টিম। দলের প্রত্যেকের কাছে বার্তা স্পষ্ট ছিল। ওর নেতৃত্বে খেলা সময়গুলো দারুণ ছিল।"
রোহিত জানান, তিনি নিজেও গত পাঁচ বছর বিরাটের নেতৃত্বে অনেক ম্যাচ খেলেছেন। বিরাটের সঙ্গে খেলা প্রত্যেক মুহূর্তকে উপভোগ করেছেন তিনি। রোহিত বলেন, "টিম ও ব্যক্তিগতভাবে প্রত্যেককে ভালো পারফর্ম করতে হবে। গোটা টিমকে এগিয়ে নিয়ে যেতে হবে।"
বিরাটের নেতৃত্বে ওয়ান ডে ক্রিকেটে সহ-অধিনায়ক ছিলেন রোহিত শর্মা। বিরাট ও রোহিত ৮৪টি ম্যাচ একসঙ্গে খেলে ৪৯০৬ রান করেছেন। দুই ক্রিকেটারের ব্যাটিং গড় ৬৪।