সুশান্তের বিরুদ্ধে #MeToo: রিয়াকে পাল্টা তোপ সঞ্জনার

Updated : Aug 31, 2020 16:14
|
Editorji News Desk

সুশান্ত সিং রাজপুতের নামে #MeToo অভিযোগের প্রেক্ষিতে অভিনেত্রী সঞ্জনা সঙ্ঘীর বিরুদ্ধে তোপ দেগেছিলেন রিয়া চক্রবর্তী। এ-বার রিয়াকে পাল্টা দিলেন সঞ্জনা।

রিয়া অভিযোগ করেন, দিল বেচারা ছবির শ্যুটিংয়ে তাঁর বিরুদ্ধে মিটু অভিযোগ ওঠায় মানসিকভাবে বির্পযস্ত হয়ে পড়েন সুশান্ত। সঞ্জনা কেন ওই প্রসঙ্গে দেড় মাস মুখ খোলেননি, সেই প্রশ্ন তোলেন রিয়া। এ-বার রিয়ার অভিযোগের জবাব দিলেন সঞ্জনা।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে সঞ্জনা বলেন, "একজন মহিলা হিসাবে যতটুকু বলার ছিল, আমি তার চেয়ে বেশি বলেছি। অন্তত ২৫টি সাক্ষাতকারে আমি এই বিষয়ে কথা বলেছি। নতুন করে আর কিছু আমার বলার নেই। এই বিষয়টি নিয়ে বিনোদনে অংশ নেওয়া আমার পক্ষে সম্ভব নয়।"

 এর আগেও সঞ্জনা জানিয়েছিলেন, তাঁর এবং সুশান্তের বন্ধুত্ব অনেকেই মেনে নিতে পারেননি। তাদের মাঝে ফাটল তৈরির চেষ্টা করা হয়েছিল। কিন্তু সুশান্ত তাঁকে কখনওই ভুল বোঝেননি।

Recommended For You