ফিউচার গ্রুপের রিটেল, হোলসেল, লজিস্টিক এবং ওয়্যারহাউজ ব্যবসা ২৪,৭১৩ কোটি টাকায় কিনে নিল মুকেশ আম্বানির রিলায়েন্স রিটেল ভেঞ্চারস লিমিটেড বা আরআরভিএল। চুক্তি অনুসারে ফিউচার গ্রুপের যাবতীয় রিটেল এবং হোলসেল আন্ডারটেকিং ব্যবসা রিলায়েন্স রিটেল অ্যান্ড ফ্যাশন লাইফস্টাইল লিমিটেডে পরিণত হবে। রিলায়েন্সের বক্তব্য, এটি একটি যুগান্তকারী পদক্ষেপ। রিটেল সেক্টরে রিলায়েন্সের এই নতুন ভূমিকা দেশের ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে। কোভিড-১৯ জনিত সংকটের সময়ে এই পদক্ষেপ দেশজুড়ে ছোট ও মাঝারি ব্যবসায়ীদের রোজগার বাড়াতে সাহায্য করবে।