কমছে সংক্রমণ, বাড়ছে সুস্থতার হার, করোনায় কিছুটা স্বস্তি রাজ্যে

Updated : Aug 31, 2020 12:01
|
Editorji News Desk

রাজ্যে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা ৩ হাজার ছাড়ালেও বৃদ্ধির হার উদ্বেগজনক নয় বলে মনে করছে স্বাস্থ্য দফতর। গত এক সপ্তাহ ধরে রাজ্য জুড়ে টানা কমছে সক্রিয় আক্রান্তের সংখ্যা। নতুন করে আক্রান্তের তুলনায় সুস্থ হয়েছেন অনেক বেশি সংখ্যক মানুষ। ৩০ অগস্ট সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য দফতর জানিয়েছে, গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১৯ জন। এই সংখ্যা ২৯ তারিখের তুলনায় মাত্র ৭ বেশি। কিন্তু ২৯ তারিখে প্রায় ২০০ জন বেশি মানুষের টেস্ট হয়েছে। স্বাস্থ্য কর্তারা জানাচ্ছেন, রাজ্যের সর্বত্রই নতুন আক্রান্তের তুলনায় সুস্থ হওয়ার সংখ্যা বেশি। সক্রিয় রোগীর সংখ্যা কমে যাওয়ায় অনেকটাই স্বস্তিতে তাঁরা। এই মূহুর্তে রাজ্যে সক্রিয় কোভিড আক্রান্তের সংখ্যা ২৫ হাজার ৬৩৭, যা ২৯ তারিখের চেয়ে ৩৩৯ জন কম। কমছে সংক্রমণের হারও। ২৯ তারিখে রাজ্যের সংক্রমণের হার ছিল ৬.৯৭ শতাংশ। ৩০ অগস্ট সেই হার কমে দাঁড়িয়েছে ৬.৯৫ শতাংশ। এখনও পর্যন্ত রাজ্যে মোট ১৮ লক্ষ ৪৫ হাজার ৩৯৬ জনের করোনা পরীক্ষা হয়েছে। রাজ্যে সুস্থতার হার পৌঁছে গিয়েছে ৮২ শতাংশে।

Recommended For You