আইপিএলে (IPL2021) বুধবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) বিরুদ্ধে নামছে রাজস্থান রয়্যালস (RR)। টিমে বদল এনে ভাগ্যের চাকা ঘোরাতে তৎপর অধিনায়ক সঞ্জু স্যামসন (Sanju Samson)। চেন্নাই সুপার কিংস, কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে হেরে বিধ্বস্ত আরসিবিও। জয়ের খোঁজে আরসিবি অধিনায়ক বিরাট কোহলিও (Virat Kohli)।
পয়েন্ট টেবিলের শেষে থাকা সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হেরে প্লে-অফের আশা প্রায় শেষ রাজস্থানের। বুধবার টিমে কয়েকটি বদল আনতে পারেন অধিনায়ক সঞ্জু স্যামসন। জোস বাটলার, জাফ্রে আর্চার অ্য়ান্ড্রিউ টাইয়ের মতো ক্রিকেটার টিমে না থাকায় দুবাইয়ে সমস্যায় পড়েছে রাজস্থান রয়্যালস।
দ্বিতীয় পর্বের শুরুতেই সিএসকে, কেকেআর ম্যাচ হেরেছে আরসিবি। এখনও প্লে-অফের লড়াইয়ে আছে বিরাটের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ওপেনিং ও মিডল অর্ডারের দিকে গুরুত্ব না দিলে চাপে পড়বে বেঙ্গালুরু। গ্লেন ম্যাক্সওয়েল, এবি ডিভিলিয়ার্সের ওপরেও নির্ভরতা কমাতে হবে।