প্লে-অফে পৌঁছে গিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। টুর্নামেন্টে ছিটকে গিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। বুধবার আইপিএলে মুখোমুখি দুই দল। কোনও সুযোগ না থাকলেও বিরাটদের হারাতে পুরোদমে প্রস্তুত উইলিয়ামসন ব্রিগেড।
প্লে-অফে দুই নম্বর টিম হিসেবে নিজেদের জায়গা পাকা করার জন্য এই ম্যাচে জিততেই হবে আরসিবিকে। এবার মরশুমে আটটি জয় এসেছে। তবে চারটি ম্যাচে হেরেওছেন বিরাটরা। গত ম্যাচে দারুণ ফর্মে ছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। হায়দ্রাবাদের বিরুদ্ধে তাঁর দিকেই নজর থাকবে টিমের।
১২টি ম্যাচের মধ্যে এবার আইপিএলে মাত্র দুটো ম্যাচ জিতেছে সানরাইজার্স হায়দ্রাবাদ। শেষ দুটো ম্যাচেও ব্যাটিং ব্যর্থতা দেখা গেছে। টিম পরিবর্তন করে বিরাটদের বিরুদ্ধে নামবে উইলিয়ামসন ব্রিগেড। বিরাটরা ভালো ফর্মে থাকলেও চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত হায়দ্রাবাদ।