বিস্ফোরক মন্তব্য করলেন রবি শাস্ত্রী (Ravi Sastri)। তাঁর দাবি, ২০১৭ সালে তিনি যাতে জাতীয় দলের কোচের দায়িত্ব না পান, সে জন্য সক্রিয় ছিল একটি অংশ।
২০১৪ সালে ভারতীয় দলের কোচের দায়িত্ব পান রবি শাস্ত্রী। ২০১৬ সালে তাঁর চাকরি যায়। কিছুদিন অর্ন্তবর্তীকালীন কোচ ছিলেন সঞ্জয় বাঙ্গার। তারপর দায়িত্ব পান অনিল কুম্বলে (Anil Kumble)। ২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানের কাছে হারের পর কুম্বলে দায়িত্ব ছেড়ে দেন। আবারও ফিরিয়ে আনা হয় শাস্ত্রীকে।
টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে শাস্ত্রীর দাবি, ৯ মাস পর তাঁকে ফিরিয়ে আনার সময় বিসিসিআই-এর একাংশ জানায়, টিমের ভিতরে কিছু গোলমাল চলছে।
Virat Kohli: কেন অধিনায়কত্ব থেকে সরানো হল বিরাটকে, জানালেন সৌরভ
জল্পনা রয়েছে, কোচ কুম্বলে এবং অধিনায়ক বিরাট কোহলির (Virat Kohli) মধ্যে সম্পর্কের শৈত্য ছিল। শাস্ত্রীর জানিয়েছেন, তিনি কারও প্রতি কোনও মন্তব্য করতে চান না। তবে ৯ মাস পর তাঁকে ফিরিয়ে আনাই সমালোচকদের মুখ বন্ধ করার জন্য যথেষ্ট।