কলকাতা পুরসভায় ১৩১ নম্বর ওয়ার্ডে রেকর্ড ভোটে জয় তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায়ের (Ratna Chatterjee)। এই ওয়ার্ডের বিদায়ি কাউন্সিলর শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee)। ১০২০৬ ভোটের ব্যবধানে জিতে শোভন চট্টোপাধ্যায়কে কটাক্ষ করলেন রত্না চট্টোপাধ্যায়।
মঙ্গলবার সকালে ১৩১ নম্বর ওয়ার্ডের (Ward 131 ফলাফল স্পষ্ট হতেই সংবাদমাধ্যমের মুখোমুখি হন রত্না। তিনি বলেন, "১৩১ নম্বর ওয়ার্ডের মানুষ আমাকে বিশ্বাস করেছেন। ২০১৫ সালে ৬২০০ ভোটে জিতেছিলেন শোভন চট্টোপাধ্যায়। ১০,২০৬ ভোটে জিতেছি। এটা মানুষের কাছে আমার কৃতজ্ঞতা। মানুষ বিশ্বাস করেছে, রত্না চট্টোপাধ্যায় ওয়ার্ডে এলে কাজ করবে। গত চার বছর তাদের পাশে ছিলাম। এই একটা দিন ওনারা আমার পাশে ছিল। এটাই আমার কাছে অনেক পাওয়া।"
আরও পড়ুন: রত্নার ফ্লেক্স, পতাকা ছিঁড়ে দেওয়ার অভিযোগ সিপিএমের বিরুদ্ধে
শুরু থেকেই ১৩১ নম্বর ওয়ার্ডের উপর নজর ছিল রাজনৈতিক বিশেষজ্ঞদের। রবিবার ভোটদান করেননি কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। রত্না বলেন, "ওঁর হয়তো প্রার্থী পছন্দ হয়নি। কিন্তু এই ওয়ার্ডের মানুষের হয়েছে।"