শোভন চট্টোপাধ্যায়ের (Sovob Chatterjee) বেহালার বাড়ি ছাড়বেন না রত্না চট্টোপাধ্যায়। রবিবার একথা জানিয়ে দিলেন বেহালা পূর্বের তৃণমূল বিধায়িকা।
কলকাতার প্রাক্তন মেয়র তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়ের বেহালার বাড়ি কিনে নিয়েছেন তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় (Baisakhi Banerjee)। রত্না চট্টোপাধ্যায়কে সসম্মানে সেই বাড়ি থেকে চলে যেতে বলেছেন তিনি। এরপরেই পাল্টা জবাব দিলেন রত্না।
Baishakhi Banerjee: শোভনের বেহালার বাড়ির মালিক হলেন বৈশাখী , কেন বাড়ি বেচতে হল শোভনকে?
বেহালা পূর্বের বিধায়িকা বলেন, "সাতজন্মেও আমি বাড়ি ছাড়ব না৷ মারা গিয়েও ফিরে আসব। আমার বংশধররাই এই বাড়িতে থাকবে। আমার সঙ্গে লড়াই করা সহজ নয়।"