বছরের শেষদিকে ভালো খবর চাকরিপ্রার্থীদের জন্য। রেলে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে সেন্ট্রাল রেলওয়ে (Central Railway)। উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা থাকলে অফিশিয়াল ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে হবে চাকরিপ্রার্থীদের। আগামী ২৭ ডিসেম্বরের মধ্যে করতে হবে এই আবেদন।
সব মিলিয়ে ২১টি পদে নিয়োগ করবে সেন্ট্রাল রেলওয়ে রিক্রুটমেন্ট সেল।স্পোর্টস কোটায় মেধাবী ক্রীড়বিদরাই সুযোগ পাবেন এই চাকরিতে। এই বিষয়ে বিশদে জানতে চাকরিপ্রার্থীদের সেন্ট্রাল রেলওয়ের অফিশিয়াল ওয়েবসাইটে (Railway Job) যোগাযোগ করতে হবে।
West Bengal: মাসে মাসে পড়ুয়াদের টাকা দেবে সরকার, কিন্তু আবেদন করবেন কীভাবে?
লেভেল ৩/২ -এর জন্য চাকরিপ্রার্থীদের উচ্চমাধ্যমিক, মাধ্যমিক ও আইটিআই উত্তীর্ণ হতে হবে। ৫/৪ লেভেলের জন্য আবেদনকারীদের অবশ্যই স্নাতক হতে হবে। যোগ্যতার বিষয়ে বিস্তারিত জানতে অফিশিয়াল ওয়োবসাইটে বিজ্ঞপ্তি দেখে নিতে হবে চাকরিপ্রার্থীদের।