T20 বিশ্বকাপে (T20 World Cup 2021) ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলতে নামার আগেই বিতর্ক দক্ষিণ আফ্রিকার (South Africa) ড্রেসিংরুমে। ব্যক্তিগত কারণ দেখিয়ে ম্যাচ থেকে নাম তুলে নিলেন উইকেটকিপার কুইন্টন ডি কক (Quinton de Kock)। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড জানিয়েছে, কুইন্টন ডিককের এটি ব্যক্তিগত সিদ্ধান্ত।
ভারত-পাকিস্তান ম্যাচের মতো এই ম্যাচেও বর্ণবিদ্বেষ নিয়ে একটি ক্যাম্পেনের আয়োজন করা হয়। সোমবার টিম মিটিংয়ে ক্রিকেটারদের জানিয়ে দেওয়া হয়, হাঁটু মুড়ে বসে অংশ নিতে হবে ক্যাম্পেনে। বর্ণবিদ্বেষের বিরোধিতা করাই এই ক্যাম্পেনের উদ্দেশ্য। কিন্তু ম্যাচ শুরুর আগে প্রথম একাদশ থেকে নাম তুলে নেন কুইন্টন ডি কক। বাকি টিম যদিও ম্যানেজমেন্টের নির্দেশ মতো বর্ণবিদ্বেষের বিরোধিতায় ক্যাম্পেনে অংশ নেয়।
এই বিষয় নিয়ে পরবর্তী পদক্ষেপ করার আগে টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। বিশ্বকাপের প্রত্যেক ম্যাচেই এই ক্যাম্পেনে অংশ নেবে টিম। যে ক্রিকেটাররা দুবাইয়ের ম্যাচে এই ক্যাম্পেনে অংশ নিয়েছেন, তাঁদের ধন্যবাদ জানিয়েছে ক্রিকেট বোর্ড।