১২ থেকে ১৫ বছর বয়সীদের করোনা টিকার দ্বিতীয় ডোজ দেওয়ার ৪ মাস পর্যন্ত ১০০ ভাগ কার্যকারিতা দেখিয়েছে ফাইজার-বায়োএনটেকের (Pfizer BioNtech))ভ্যাকসিন।
ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থার তরফে জানানো হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রে এবং সারা বিশ্বে সম্পূর্ণ ছাড়পত্র পেতে এই তথ্য খুবই সাহায্য করবে। ২২২৮ জনের ওপর এই ভ্যাকসিন প্রয়োগ করে সমীক্ষা চালিয়েছিল ফাইজার।
রিপোর্ট বলছে, ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেওয়ার ৬ মাসের মধ্যে কোনোরকম সমস্যা হয়নি কারোর।
এখনও পর্যন্ত ১২ থেকে ১৫ বছর বয়সীদের ওপর এই ভ্যাকসিন জরুরি ভিত্তিতে ব্যবহারের ছাড়পত্র মিলেছে। ১৬ বছর বা তার বেশি বয়সীদের ক্ষেত্রে সম্পূর্ণ ছাড়পত্র মিলেছে।