উত্সবের মরসুমে ছ্যাঁকা দিচ্ছে পেট্রোপণ্যের দাম। লাগাতার মূল্যবৃদ্ধির জেরে কার্যত নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের।
শনিবার কলকাতায় লিটারপ্রতি পেট্রোলের(Petrol) দাম ২৯ পয়সা ও ডিজেলের দাম লিটারপ্রতি ৩৫ পয়সা বেড়েছিল। রবিবার পিছু ছাড়ল না মূল্যবৃদ্ধি। কলকাতায় লিটারপ্রতি পেট্রোলের দাম ২৮ পয়সা ও ডিজেলের দাম লিটারপ্রতি ৩৫ পয়সা বাড়ল।
কলকাতায় পেট্রোলের দাম হয়েছে লিটারে ১০৪ টাকা ৮০ পয়সা। ডিজেলের(Diesel) নতুন দাম লিটারে ৯৫ টাকা ৯৩ পয়সা। উৎসবের মরশুমে জ্বালানির ব্যাপক মূল্যবৃদ্ধিতে জিনিসপত্রেরও দাম বাড়ার আশঙ্কা করছে আমজনতা।