পুজোর মুখে আবারও বাড়ল পেট্রোলের দাম। লাগাতার মূল্যবৃদ্ধির জেরে কার্যত নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের।
টানা বেড়েই চলেছে পেট্রোল-ডিজেলের দাম। প্রতি লিটারে ২৯ পয়সা বাড়ল পেট্রোলের দাম।কলকাতায় ১০৪ টাকা পেরিয়ে গেল পেট্রোলের দাম।কলকাতায় পেট্রোলের নতুন দাম ১০৪ টাকা ২৩ পয়সা।প্রতি লিটারে ৩৫ পয়সা বাড়ল ডিজেলের দাম।কলকাতায় ৯৫ টাকা পেরিয়ে গেল ডিজেলের দাম।কলকাতায় ডিজেলের নতুন দাম ৯৫ টাকা ২৩ পয়সা।
Covid in Bengal: গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৭৭১, মৃত্যু ১৩ জনের
গত ৫ তারিখ থেকে লাগাতার বেড়ে চলেছে জ্বালানির মূল্য। এর আগে গত ৩০ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর-- পরপর চারদিন বেড়েছিল জ্বালানির দাম। মাঝে ৪ তারিখ শুধু বাড়েনি পেট্রোল-ডিজেলের দাম।