পুজোর মুখে পরপর ৩ দিন জ্বালানির দাম বাড়াল রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। কলকাতায় পেট্রোল ও ডিজেলের দাম লিটারপ্রতি বেড়েছে ৩০ পয়সা করে।
কলকাতায় পেট্রোলের লিটারপ্রতি দাম হল ১০২ টাকা ৭৭ পয়সা। লিটারপ্রতি ৯৩ টাকা ৫৭ পয়সা হল ডিজেলের দাম। করোনা পরিস্থিতিতে যখন নাগরিকদের পকেটে টান পড়েছে, সেই সময় ফের জ্বালানির দাম বাড়ায় মাথায় হাত মধ্যবিত্তের। তবে আন্তর্জাতিক বাজারেও অপরিশোধিত তেলের দাম বাড়ছে।
Dengue: শহরে বাড়ছে ডেঙ্গি, শুরু হবে ভ্যাকসিনের ট্রায়াল
এর আগে, শুক্রবারও, ৩০ পয়সা করে বেড়েছিল পেট্রোল ও ডিজেলের দাম। শুক্রবার কলকাতায় পেট্রোলের দাম লিটারপ্রতি হয়েছিল ১০২ টাকা ৪৭ পয়সা। একইভাবে ডিজেলের দাম হয়েছিল ৯৩ টাকা ২৭ পয়সা। তার আগে, গত বৃহস্পতিবার একইভাবে ৩০ পয়সা করে বেড়েছিল এই দুই জ্বালানির দাম।