সপ্তম ম্যাচেও জয় এল না। নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে গোলশূন্য ভাবেই ম্যাচ শেষ করল ইস্ট বেঙ্গল। ম্যাচের ফলাফল ২-০।
বিরতির আগ পর্যন্ত গোল শূন্য ছিল দু পক্ষই। প্রথম গোল আসে ৬0 মিনিটে। লাল হলুদের দুর্বল রক্ষণের সুযোগ নিয়ে নর্থ ইস্ট ইউনাইটেডের হয়ে গোল দিলেন ভিপি সুহেরে।
সাত মিনিটের মাথাতেই নর্থইস্টের দ্বিতীয় গোল। গোল করলেন প্যাট্রিক ফ্লোটম্যান। একটিও গোল শোধ করতে পারল না লাল হলুদ ব্রিগেড। প্রসঙ্গত, এ বারের আইএসএল-এ একমাত্র তারাই এখনও কোনও ম্যাচ জেতেনি।