নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ৩৭২ রানে জয় টিম ইন্ডিয়ার (Team India)। ১-০ ব্যবধানে সিরিজ জিতল বিরাট ব্রিগেড। ৫৪০ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৬৭ রানে অলআউট হয়ে গেল নিউজিল্যান্ড। ভারতের হয়ে চারটি করে উইকেট নিলেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) ও জয়ন্ত যাদব (Jayanta Yadav)।
প্রথম ইনিংসে ভারতের ৩২৫ রান তাড়া করতে নেমে মাত্র ৬২ রানে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ২৭৬ রান তুলে ডিক্লেয়ার দেয় টিম ইন্ডিয়া। নিউজিল্যান্ডের হয়ে ১০ উইকেট তুলে নেন কিউয়ি বোলার আজাজ প্যাটেল (Ajaz Patel)। ১৬৭ রানে শেষ হয়ে যায় নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংস।
আরও পড়ুন: পাঁচ উইকেট হারিয়ে চাপে নিউজিল্যান্ড, ওয়াংখেড়েতে জয়ের হাতছানি টিম ইন্ডিয়ার
কানপুর টেস্টে জয়ের সম্ভাবনা থাকলেও শেষ মুহূর্তে ড্র হয়ে যায়। ওয়াংখেড়ে টেস্ট জিতে সিরিজ ১-০ ব্যবধানে জিতল বিরাট ব্রিগেড।