প্রকাশিত হল ২০২১ সালের উচ্চ মাধ্যমিকের ফলাফল। এ'বছরে রেকর্ড পাসের হার দ্বাদশ শ্রেণির ফলাফলে। ৯৭.৬৯ % পড়ুয়া পাস করেছেন।
করোনাআবহে ২০২১ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল করেছিল রাজ্য সরকার। আগের পরীক্ষার ভিত্তিতে বিশেষ ফর্মুলায় মূল্যায়ন হওয়ায় এ'বছর মেধা তালিকা প্রকাশ করেনি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। তবে সংসদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রথম দশে রয়েছেন ৮৬ জন পড়ুয়া।
সর্বোচ্চ নম্বর পেয়েছেন মুর্শিদাবাদের এক ছাত্রী। তার প্রাপ্ত নম্বর ৫০০ -এর মধ্যে ৪৯৯। বিকেল চারটে থেকে ফল জানা যাবে সংসদের ওয়েবসাইটে। অ্যাডমিট কার্ড না থাকায় রোল নম্বর জানা নেই পরীক্ষার্থীদের। তাই রেজিস্ট্রেশন নম্বর দিয়ে জানা যাবে ফল।
২৩ জুলাই সকাল ১১টা থেকে স্কুলগুলি থেকে দেওয়া হবে মার্কশিট ও অ্যাডমিট কার্ড।