সম্ভবত আজাজ প্যাটেল (Ajaj Patel) নিজেও কখনও ভাবতে পারেননি, যে শহরে তাঁর জন্ম, সেখানেই ইতিহাস গড়বেন তিনি। মুম্বই শহরেই জন্ম কিউয়ি বোলারের৷ এখানেই স্কুল ক্রিকেটে হাতেখড়ি। অবশেষে ভারতের (Team India) বিরুদ্ধে এই শহরেই দশ উইকেট নিলেন তিনি। জিম লেকার এবং অনিল কুম্বলের পর তৃতীয় বোলার হিসাবে ঢুকে পড়লেন ইতিহাসে।
Wankhede Test: ১০ উইকেট তুলে ইতিহাস কিউয়ি বোলার অজাজের, ৩২৫ রানে শেষ ভারতের ইনিংস
২০১৮ সালে নিউজিল্যান্ডের জাতীয় দলে জায়গা করে নেন আজাজ। তারপর সব সময় ধারাবাহিকতা না থাকলেও তাঁর প্রতিভা নিয়ে সংশয় তৈরি হয়নি কখনও। শনিবার ভারত বনাম নিউজিল্যান্ডের (India v NZ) দ্বিতীয় টেস্টে আজাজের মুম্বইয়ের আত্মীয়রা উপস্থিত ছিলেন স্টেডিয়ামে। তাঁদের সামনেই ইতিহাসের অংশ হয়ে উঠলেন এই মুম্বইকর, যাঁর জার্সিটি অন্য দেশের।