আইপিএলে মঙ্গলবার মুখোমুখি রাজস্থান রয়্যালস ও মুম্বই ইন্ডিয়ান্স। শেষ কয়েকটা ম্যাচে ভালো পারফরম্যান্স করেছে রাজস্থান। প্লে-অফে ওঠার লড়াইয়ে শারজায় রাজস্থানকে হারাতে গেলে অ্যাভারেজের থেকে ভালো পারফরম্যান্স করতেই হবে মুম্বই ইন্ডিয়ান্সকে।
ব্যাটিং, বোলিং বা ফিল্ডিং। সব ক্ষেত্রেই কেমন ছন্নছাড়া মুম্বই। এপ্রিলে যে ছন্দে নেমেছিল টিম, সেপ্টেম্বরে তা নেই। ঠিক যেন উলটো ছবি রাজস্থান শিবিরে। অধিনায়ক সঞ্জু স্যামসন কিছু পরিবর্তন করায় টিমে ছন্দ ফিরেছে। শিবম দুবের দুর্দান্ত পারফরম্যান্সে চেন্নাইয়ের মতো শক্তিশালী টিমকে হারিয়েছে রাজস্থান।
প্লে-অফের সমীকরণে মঙ্গলবার ম্যাচে নজর থাকবে কলকাতা নাইট রাইডার্সেরও। প্রথম টিম হিসেবে প্লে-অফে পৌঁছেছে দিল্লি ক্যাপিটালস। প্লে-অফের দুই নম্বরে আছে ধোনিব্রিগেড। তিনে আরসিবি। ১২ পয়েন্ট পেয়ে চার নম্বরে আছে কলকাতা নাইট রাইডার্স। মুম্বই হারলে রাজস্থানের বিরুদ্ধে একটি ম্যাচ পাবে কলকাতা। তাই এই ম্যাচের ফলাফলের দিকে তাকিয়ে নাইট ব্রিগেডও।