বলিউডে জোর জল্পনা চলছে বেশ কয়েকদিন ধরেই। খুব শিগগির নাকি সত্যিও হতে চলেছে তা। বিয়ে করছেন বলিউড অভিনেত্রী মৌনী রায়।
বিলাসবহুল রিসর্টে অভিনেত্রীর ৩৬ বছরের জন্মদিন সেলিব্রশনের ছবিতে নেটদুনিয়া সরগরম হল দিন কয়েক আগেই। এরই মাঝে বি টাউনে কান পাতলে শোনা যাচ্ছে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন মৌনী।
ইটালি কিংবা দুবাইয়ের কোনও ঝাঁ চকচকে পাঁচ তারা হোটেলে বসবে বিয়ের আসর। ডেস্টিনেশন ওয়েডিং হলেও বঞ্চিত হবে না মৌনীর নিজের শহর কোচবিহার। সেখানেও হবে ঘরোয়া রিসেপশন।
মৌনীর এক তুতো-ভাই স্থানীয় এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে, আগামী বছরের গোড়ার দিকেই দীর্ঘদিনের প্রেমিক সূর্য নাম্বিয়ার সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন নায়িকা। বিয়ের খবর প্রকাশ্যে এলেও অভিনেত্রী কিন্তু মুখে কুলুপ এঁটেছেন।