জল্পনা ছিলই। অবশেষে তা সত্যি হল। এটিকে মোহনবাগানের(ATK Mohunbagan) নতুন কোচ হলেন জুয়ান ফেনার্ন্দো(Juan Ferrando)। চলতি আইএসএলেও(ISL 2021) তিনি এফসি গোয়াকে(FC Goa) কোচিং করিয়েছেন। টুর্নামেন্টের মাঝপথে সেই দায়িত্ব ছাড়লেন তিনি। এটিকে মোহনবাগানের পক্ষ থেকে ইতিমধ্যেই তাদের নতুন কোচের নাম ঘোষণা করা হয়েছে।
জুয়ানের(Juan Ferrando) কোচিংয়ে চলতি মরশুমে খুব ভালো ফল করতে পারেনি গোয়া। কিন্তু গত মরসুমে ঝড় তুলেছিল তারা। এশীয় পর্যায়েও দুরন্ত ফুটবল খেলেছিল গোয়া। পাসিং ফুটবলে বিশ্বাসী জুয়ানের হাত ধরে এটিকে মোহনবাগান(ATK Mohunbagan) শিবিরে নতুন ভোরের অপেক্ষা।
আরও পড়ুন- Rafael Nadal tested positive for Covid: কোভিডে আক্রান্ত টেনিস তারকা রাফায়েল নাদাল
জুয়ানের ফুটবল দর্শন হাবাসের(Ontonio Lopez Habas) বিপরীত। জয়ের পাশাপাশি তিনি পছন্দ করেন চিত্তাকর্ষক ফুটবল।