ছোট পর্দায় মহিষাসুরমর্দিনীর চরিত্রে এ-বার দেখা যাবে যাদবপুরের তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তীকে। সম্প্রতি ইন্সটাগ্রামে মিমির নতুন চরিত্রের 'লুক' পোস্ট করেছেন মিমি চক্রবর্তী ফ্যানস ক্লাবের সদস্যরা। তা নিয়েই আপাতত উত্তাল নেট দুনিয়া।
মিমির পাশাপাশি সেখানে রাম ও সীতার ভূমিকায় অভিনয় করেছেন জীতু কমল এবং মধুমিতা সরকার৷ রাবণের চরিত্রে অভিনয় করেছেন রাজেশ শর্মা।
মিমি জানিয়েছেন, এই চরিত্রে অভিনয় করা তাঁর দীর্ঘদিনের স্বপ্ন। ছোট থেকেই মহালয়ার ভোরে ঘুম থেকে উঠে তিনি টিভিতে মহিষাসুরমর্দিনী দেখতেন। শ্যুটিং-এর সময় তাঁর চ্যালেঞ্জ ছিল ভারী শাড়ি-গয়না পরে অ্যাকশন দৃশ্যে অভিনয় করা। কিন্তু কমলেশ্বর প্রতিটি খুঁটিনাটি সহজ করে বুঝিয়ে তাঁর কাজ সহজ করে দিয়েছিলেন। ওই বেসরকারি চ্যানেল সূত্রের খবর, শ্যুটিং ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। এখন কেবল ছোটপর্দায় মিমিকে মহিষাসুরমর্দিনীর চরিত্রে দেখার অপেক্ষা।