দুনিয়া জুড়ে মেসি নিয়ে উন্মাদনা। ফুটবলের মক্কা কলকাতাতেও মেসির অনুরাগী কম নেই। কলকাতা থেকে ক্যালিফোর্নিয়া। মেসির জন্য আবেগে ভেসেছে গোটা দুনিয়া। এবার নিজের ঘরের ছেলের জন্য আবেগে ভাসল আর্জেন্টিনার শহর রোজারিও সিটি।
আর্জেন্টিনায় রোজারিও সিটিতে ৬৯ মিটার লম্বা দেওয়াল জুড়ে বসানো হল পোট্রেট। স্থানীয় শিল্পীদের কারুকার্যে ফুটে উঠল মেসির বুকে হাত রাখা একটি ছবি। গায়ে আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি।
মেসির জন্ম আর্জেন্টিনার এই রোজারিও শহরে। আর সেখানে এই পোট্রেট নিয়ে আবেগে আপ্লুত আপামর মেসি অনুরাগীরা। অন্য গ্রহের ফুটবলার, যে আর্জেন্টিনার সেই শহরে জন্মেছেন, এটাই বড় ব্যাপার। এই পোট্রেটের সঙ্গে একটি গ্রাফিটিতে ফুটে উঠল এমনটাই। যেখানে লেখা, "ফ্রম আদার গ্যালাক্সি, ফ্রম মাই সিটি"।
আরও পড়ুন: সাত বার ব্যালন ডি'অর জিতলেন ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি
রোজারিও কর্তৃপক্ষ এই পোট্রেটের উদ্বোধনে আমন্ত্রণ জানায় একদল স্কুল বাচ্চাদের। 'কমন মেসি' নামে একটি প্রকল্প শুরু করেছে রোজারিও কর্তৃপক্ষ। তারই অংশ হিসেবে উদ্বোধন করা হয় এই পোট্রেট। শহর জুড়ে বিভিন্ন বহুতলে লাগানো হবে মেসির পোট্রেট।