ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে উঠে এল ম্যানচেস্টার সিটি (Man City)। যদিও তাদের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে লিভারপুল (Liverpool)।
প্রতিপক্ষের মাঠে শনিবার প্রিমিয়ার লিগ ম্যাচে ৩-১ গোলে জিতেছে সিটি। শুরুতে স্টার্লিং দলকে এগিয়ে নেওয়ার পর দুই গোল করেন সিলভা। পরে ব্যবধান কমায় ওয়ার্টফোর্ড।
দিনের প্রথম ম্যাচে চেলসির হারের পর উলভারহ্যাম্পটনের বিপক্ষে নাটকীয় জয়ে লিগ টেবিলের শীর্ষে ওঠে লিভারপুল। এবার তাদের পেছনে ফেলে এই মরশুমে প্রথমবার ইপিলের শীর্ষে উঠল সিটি। তিন দলের মাঝে ব্যবধান কেবল ২ পয়েন্টের।
EPL: শীর্ষে থাকা চেলসিকে হারিয়ে লিগ টেবিলের লড়াই জমিয়ে দিল ওয়েস্ট হ্যাম
ম্যাচে ৭৭ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য সিটির ২৬ শটের ১৩টি লক্ষ্যে ছিল, আর ওয়াটফোর্ডের ১১ শটের চারটি ছিল লক্ষ্যে।