সেপ্টেম্বরে পরীক্ষা নিয়ে ফের সংঘাতে কেন্দ্র-রাজ্য

Updated : Aug 29, 2020 16:05
|
Editorji News Desk

কলেজ-বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ে নতুন করে সংঘাতে জড়াল কেন্দ্র ও রাজ্য সরকার।

ইউজিসি আগেই জানিয়েছিল, ৩০ সেপ্টেম্বরের মধ্যে স্নাতক ও স্নাতকোত্তরের যাবতীয় পরীক্ষা নিতে হবে। ২৮  অগাস্ট ওই নির্দেশের পক্ষেই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট।কিন্তু রাজ্য সরকার জানিয়েছে, পুজোর আগে কোনওভাবেই পরীক্ষা নেওয়া সম্ভব নয়।

তৃণমূল ছাত্র পরিষদের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, কেন্দ্রীয় সরকার এবং ইউজিসি পড়ুয়াদের বিপদে ফেলছে। রাজ্য জানিয়েছে, সেপ্টেম্বরে নয়, পরীক্ষা হবে পুজোর আগে। অনলাইন ও অফলাইনে কী ভাবে পরীক্ষা হবে, এক সপ্তাহের মধ্যে আলোচনা করে তা ঠিক করবেন শিক্ষামন্ত্রী।

সুপ্রিম কোর্টের রায়ের পর এই ইস্যুতে নতুন করে কেন্দ্র-রাজ্য সংঘাত শুরু হয়েছে। শুক্রবার তৃণমূল ছাত্র পরিষদের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, কেন্দ্রীয় সরকার এবং ইউজিসি পড়ুয়াদের বিপদে ফেলছে। রাজ্য জানিয়েছে, সেপ্টেম্বরে নয়, পরীক্ষা হবে পুজোর আগে। অনলাইন ও অফলাইনে কী ভাবে পরীক্ষা হবে, এক সপ্তাহের মধ্যে আলোচনা করে তা ঠিক করবেন শিক্ষামন্ত্রী।

বিচারপতি অশোক ভূষণের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ রায় দিয়েছে, আগের বছরের পরীক্ষা বা ইন্টারনাল অ্যাসেসমেন্টের ভিত্তিতে কাউকে পাশ করানো যাবে না। এমন নির্দেশ দেওয়ার ক্ষমতা রাজ্য সরকারের বিপর্যয় মোকাবিলা আইনে নেই। এর আগে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) নির্দেশ দিয়ে জানিয়েছিল, ৩০ সেপ্টেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয়গুলিকে পরীক্ষা নিতেই হবে। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে। কিন্তু শীর্ষ আদালত কার্যত ইউজিসি-র পক্ষেই রায় দিল।

Recommended For You