কালীপুজোর (Kali Puja) আয়োজনের মাঝেই নবনীড় বৃদ্ধাবাসের আবাসিকদের সঙ্গে সময় কাটালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সন্ধেবেলা তাঁদের সঙ্গে কিছুক্ষণ সময় কাটান তিনি।
সন্ধ্যারতি করে নিজেই বাড়ির কালীপুজো শুরু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
বাড়িতে প্রত্যেক বছর কালীপুজো আয়োজন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই আয়োজনের ব্যস্ততার মধ্যেও প্রবীণ নাগরিকদের জন্য সময় বের করলেন তিনি। মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন গায়ক ইন্দ্রনীল সেন ও তৃণমূল নেতা ফিরহাদ হাকিম। দুর্গাপুজোর সময়েও নবনীড়ের আবাসিকদের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী।