বিয়ে করলেন সর্বকনিষ্ঠ নোবেলজয়ী তথা প্রতিবাদী সমাজকর্মী মালালা ইউসুফজাই (Malala Yousafzai)। মঙ্গলবার তিনি সোশাল মিডিয়ায় নিজেই এই খবর জানিয়েছেন। নিজের বিয়ের বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন মালালা। আর তারপর থেকেই ভাসছেন শুভেচ্ছার বন্যায়। মালালা যাঁকে বিয়ে করেছেন, তাঁর নাম আশির মালিক।
মালালা লিখেছেন, আজকের দিনটি আমার জীবনে খুবই স্পেশাল। আমি বিবাহবন্ধনে আবদ্ধ হলাম সারা। আমরা ছোট একটা বিয়ের অনুষ্ঠান করেছিলাম বার্মিংহামে। সেখানে উপস্থিত ছিলেন আমাদের পরিবারের সদস্যরা। আপনাদের শুভেচ্ছা, আশীর্বাদ পাঠান।
নোবেলের ইতিহাসে সর্বকনিষ্ঠ হিসেবে মালালা এই পুরস্কার পেয়েছেন। তিনি পাকিস্তানের নাগরিক। মালালা ইউসুফজাইয়ের বয়স ২৪ বছর। তিনি মহিলাদের শিক্ষার জন্য সওয়াল করেছিলেন।
Facebook: ফেসবুক থেকে চলে যাচ্ছে ফেসিয়াল রেকগনিশন, থাকছে মেটাভার্সে
২০১২ সালে মালালার (Malala Yousafzai) কথা সবাই জানতে পারে। পাকিস্তানের উত্তর-পশ্চিমে তালিবানরা তাঁকে গুলি করেছিল। কারণ মালালা মেয়েদের শিক্ষার হয়ে গলা ফাটিয়েছিলেন।