পুজোর মুখে ফের বাড়ল জ্বালানির দাম। মাথায় হাত ব্যবসায়ী থেকে শুরু করে আমজনতার। এবার বাণিজ্যিক রান্নার ১৯ কেজি সিলিন্ডারের দাম এক ধাক্কায় ৩৫ টাকা বাড়ানো হল। এই দামবৃদ্ধির ফলে কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম হল ১ হাজার ৮০৫ টাকা ৫০ পয়সা।
South Bengal Flood: প্রবল বৃষ্টি ঝাড়খণ্ডে, জল ছাড়ছে DVC, বন্যার আশঙ্কা দক্ষিণবঙ্গে
পুজোর সময় বাণিজ্যিক রান্নার গ্যাসের চাহিদা এমনিতেই বেশি থাকে। সেই সময়ই দাম বাড়ায় সমস্যা বাড়বে ব্যবসায়ীদের। গত মাসেই বেড়েছিল রান্নার গ্যাসের দাম। কলকাতায় ১৪.২ কেজি LPG-র সিলিন্ডারের দাম ২৫ টাকা বেড়ে ৯১১ টাকা হয়েছে।
একইসঙ্গে বেড়েছে বাণিজ্যিক সিলিন্ডারের দামও। ৭৩ টাকা ৫০ পয়সা বেড়ে কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম হল ১ হাজার ৭৭০ টাকা ৫৯ পয়সা। এর আগে ১৭ অগাস্ট ২৫ টাকা বেড়েছিল রান্নার গ্যাসের দাম। সব মিলিয়ে ২ সপ্তাহের মধ্যে LPG-র সিলিন্ডারের দাম বেড়েছে ৫০ টাকা।