ইংলিশ প্রিমিয়ার লিগের (EPL) ম্যাচে দুরন্ত জয় পেল লিভারপুল (Liverpool)। লিগ টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এল যুরগেন ক্লপের দল।
উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের বিপক্ষে পয়েন্ট হারানোর আশঙ্কায় ছিল লিভারপুল। কারণ, অসংখ্য গোলের তৈরি করেও গোলমুখ খুলতে পারেননি মহম্মদ সালাহ (Mo Salah), সাদিও মানেরা। তারপর ইনজুরি টাইমে গোলের মুখ খুলে ফেলে তারা।
দ্বিতীয়ার্ধে পাঁচ মিনিট অতিরিক্ত সময়ের চতুর্থ মিনিটে লিভারপুলের হয়ে ম্যাচের একমাত্র গোলটি করেন ওরিগি। তার ফলেই টেবিলে উঠে এল লিভারপুল।
প্রথমার্ধে গোলের উদ্দেশ্যে নেওয়া লিভারপুল ফুটবলারদের চারটি শটের কোনোটিই লক্ষ্যে ছিল না। এই সময়ে সহজ সুযোগ পেয়েছিলেন লিভারপুলের দিয়োগো জোটা। কিন্তু বিপক্ষের দূরের পোস্টে হেড লক্ষ্যে রাখতে পারেননি পর্তুগিজ ফরোয়ার্ড।
EPL: সিলভার জোড়া গোলে দারুণ জয়, ইপিএলের শীর্ষে উঠে এল ম্যান সিটি
সুযোগ পেয়েছিলেন মহম্মদ সালাহ। ফাঁকা গোলে অ্যান্ড্রু রবার্টসনের বলে কার্যত ট্যাপ ইন করলেই এগিয়ে যেত রেডসরা। কিন্তু রোমান সাইসের একবারে নিখুঁত ট্যাকেলে তা করতে ব্যর্থ হন লিভারপুলের তারকা ফরোয়ার্ড।