ইংলিশ প্রিমিয়ার লিগে (EPL) অব্যাহত লিভারপুলের দুরন্ত পারফর্ম্যান্স। এভার্টনকে (Everton) ৪-১ গোলে হারিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে রেডসরা (Liverpool)। শীর্ষে থাকা চেলসির থেকে দু'পয়েন্ট এবং দ্বিতীয় স্থানে থাকা ম্যান সিটির চেয়ে এক পয়েন্টে পিছিয়ে আছে তারা।
BCCI: ওমিক্রন আতঙ্ক, দক্ষিণ আফ্রিকা সফর পিছিয়ে দিতে চায় ভারতীয় বোর্ড
এভার্টনের বিরুদ্ধে দুরন্ত ফর্মে 'ইজিপশিয়ান কিং' মহম্মদ সালাহ (Mo Salah)। জোড়া গোল করলেন তিনি। অন্য দুটি গোল জর্ডন হেন্ডারসন এবং দিয়েগো জোটার।
ইপিএলে তিন নম্বরে থাকলেও ম্যান সিটি এবং চেলসির ঘাড়ে নিঃশ্বাস ফেলছে য়ুরগেন ক্লপের দল।