প্রত্যাশিতই ছিল। সোমবার প্যারিসে স্রেফ আনুষ্ঠানিক ঘোষণা হল। রেকর্ড সপ্তমবার ব্যালন ডি'অর(Ballon D'or) জিতলেন ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি(Lionel Messi)। তাঁর সবচেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো(Ronaldo) জিতেছেন পাঁচটি ব্যালন ডি'অর। ২০০৯ থেকে ২০১২ টানা ৪ বারই ব্যালন ডি'অর জিতেছিলেন মেসি। তারপর ২০১৫ এবং ২০১৯ এ।
উচ্ছ্বসিত মেসি নিজেই জানিয়েছেন, ২০১৯ এ পুরস্কৃত হওয়ার সময় তিনি নিজেই ভেবেছিলেন শেষবার এই সম্মান পাচ্ছেন। ২০২১ এর কোপা আমেরিকা জয়-ই যে আরও একবার এই সম্মান এনে দিল, তাও স্বীকার করেছেন মেসি।
স্বপ্নপূরণ হল না রবার্ট লেভানডস্কির। দুরন্ত ছন্দে থাকলেও ব্যালন ডি'অরের লড়াইয়ে দ্বিতীয় হয়েই সন্তুষ্ট থাকতে হল তাঁকে। জরঘিনো থাকলেন তৃতীয় স্থানে। রোনাল্ডো পেলেন ষষ্ঠ স্থান।