কলকাতা পুরভোটে(KMC Election 2021) সন্ত্রাস, ভোটলুঠের অভিযোগে বাম(Left) এবং কংগ্রেসের(Congress) প্রতিবাদ মিছিল। বিড়লা তারামণ্ডল(Birla Planetarium) থেকে কংগ্রেস(Congress) মিছিল শুরু করে নির্বাচন কমিশনের(State Election Commission) দফতর পর্যন্ত যায়। মিছিলে ছিলেন বেশ কয়েকজন কংগ্রেস প্রার্থী। ছিলেন অসিত মিত্র, প্রদীপ প্রসাদ সহ কংগ্রেস নেতারা।
অন্যদিকে সোমবার বামেদের(Left) তরফ একটি মিছিল বের করা হয়। মিছিল শেষ হয় নির্বাচন কমিশনের দফতরের(State Election Commission) সামনে এসে। মিছিলে ছিলেন রবীন দেব(Rabin Dev), শতরূপ ঘোষ(Shatarup Ghosh) সহ বাম(Left) নেতারা।
আরও পড়ুন- Rajyasabha MP Suspension: কেন্দ্রের ডাকা বৈঠক বয়কট কংগ্রেস-তৃণমূল সহ পাঁচ বিরোধী দলের
যদিও বিভিন্ন রাজনৈতিক দলের মিছিলকে কেন্দ্র করে সকাল থেকেই কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয় রাজ্য নির্বাচন কমিশনের(State Election Commission) দফতর। অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয় বিশাল পুলিশবাহিনী(Police)।